অনেক দিন কিছু লিখি না

১৫ আগষ্ট ২০২৫ঃ আজ শুক্রবার বিকাল হয়েছে । আমার সময় হয়েছে রাজশাহীতে যাবার । এই মাসের শুরতে প্রান এর নওদাপাড়া ফ্যাক্টরীতে জয়েন করেছি। এই কয়েকদিনে যা মনে হয়েছে ” বৃটিশ সময় এই দেশের মানুষকে শোষন করছে। এখন কোম্পানি গুলো শ্রমিকদের শোষন করছে।” । ন্যায্য বেতন কাঠামো নাই । যে যেমন পারছে শ্রমিকদের খাটিয়ে নিচ্ছে। ৮ ঘন্টা ডিউটি করতে হবে ওভার টামি ও করতে হবে।

সব মিলিয়ে সবাই কাজ করছে ইনকাম করছে । স্বল্প আয় দিয়েই চলছে অনেকের জীবন।

যাক কর্ম কোনটাই ছোট না সব শেষ পেটে ভাত থাকলেই হলো।

আজ অনেক দিন পর ডাঃ গোলাম রাব্বানী এর সাথে দেখা। অনেক ভাল লাগে যখন বন্ধুদের সাথে দেখা হয়।

যাক ভাল থাকবেন আজ একটু পদ্মায় বেড়াতে যাব।

আল্লাহ্‌ হাফেজ