আমি কি কর্ম করি ?

যেখানেই যায় সেখানে জিজ্ঞাসা করে আমি কি কর্ম করি? আমার কাছে এখন কোন কর্ম নাই। আমি আগষ্টের ২ তারিখ থেকে ২৫ তারিখ পর্যন্ত প্রান আর এফ এল এর মেইনটেইন্স টিমে ইলেক্ট্রিশিয়ান পদে চাকুরি করি।

আমি এখন বেকার । চাকুরির সময় আমার পায়ের সমস্যা দেখা দেয় । শারিরিক ভাবে অসুস্থ হয়ে যায়। আমার এই রকম অবস্থায় কেউ আমাকে দেখবে না ।

এখন আমার অর্থ প্রয়োজন বাসার খরচের জন্য । আমার স্বপ্ন ছোট হয়ে এসেছে।

স্বপ্ন পূরনের সময় বাবা মা যখন বেচে থাকে। আপনাকে পড়াশুনার জন্য আপনার খরচ বাবা যখন দেয় তখন।

আমি কি করবো এই চিন্তায় কোন কিছুই করতে পারিনি । আগামি মাস থেকে হয়ত মাহমুদ ভাইয়ে এর GLOBE ERP তে যুক্ত হব।

তবে আমার মনের তৃপ্তি আসছে না। কাজের সাথে মনের কমিউনিকেশন খুব ভাল হবে না ।

আসলে আমি কি জানি ও কি পারি ? এই প্রশ্ন যদি আমাকে করা হয় তাহলে আমি বলবো আমি একটা জ্ঞান সাগরের পানি ছিটা পরিমান জানি।

আমি আসলে সকলের কাছে থেকে দূরে থাকতে চাই । আমার পরিবার ও শান্ত পরিবেশে স্বাভাবিক ইনকাম যেটা আমার পরিবার চলার জন্য চলবে।

আলহামদুলিল্লাহ্‌ ছোট ইনকাম সোর্স, প্রযুক্তি সম্পর্কে জানা ও সেটা শেয়ার । যেহেতু আমি মুসলিম সেহেতু নামাজ ও আমল নিয়ে থাকতে চাই।

কিন্ত এইটা আমার চাওয়া কখনো পূরণ হবার নয়। আমার সামনের দিন গুলো খুব কষ্টের হবে।

সময় থাকতে সঠিক সিন্ধান্ত নেওয়া প্রয়োজন।

হালাল ও হারাম চিন্তা করে সঠিক সিন্ধান্ত নিতে হবে ।