মোতাহারুল কথা

বাড়ি থেকে কর্মের উদ্দেশ্যে হিজরত

August 1, 2025 | by motaharul

আজ ১লা আগষ্ট ২০২৫ ইং। আজ শুক্রবার বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে হিজরত।

আমি প্রযুক্তি পেশাকে কিছুটা পিছনে ফেলে নতুন পেশায় যাচ্ছি।

তবে আইটি পেশাকে ফেলে দিব না। আমার ভালবাসার যায়গা আই টি।

আমার শিক্ষা জীবনের মতন হয়ে গেছে। ভালবাসি কম্পিউটার নিয়েছিলাম ইলেকট্রনিক। ডিপ্লোমা শেষ করছি কিন্তু বেছে নিয়েছিলাম আমার মার্কেটিং ও প্রোগ্রামিং।

আজ বিকালে সপুরা গোরুস্থানের পার্শে একটা বাড়িতে উঠেছি।

ভাড়া বেশি কিন্তু বাড়ির মালিক মোটামুটি আন্তরিক। ৬ জন মিলে ৮০০০ টাকা। দুই রুম একটা ডাইনিং। আল্লাহ ভরসা।

কাল থেকে কি হবে জানিনা। কেমন প্রেসার আসবে সেটাও জানি না। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য।

আমার মাল সামানা রেখেই আজ ৪ঃ৫০ এর দিকে আলম।ভাইয়ের অফিসের দিকে যায়। সেখানে ক্লাউড স্টুডিও এর উদ্ভোধন ছিল। সেখান থেকে ফিরে রুম ঠিক করে ফেললাম।

তিনজন এক রুমে ফ্লোরে। গরম লাগছিল তবে একটা ফ্যান কাভার দিয়ে দেবে।

সামনে আমার ফ্যান আনতে হবে। ঠিক করতে হবে ফ্যানের সমস্যা।

এখন ঘুমাবো। কেননা সকাল ৭ঃ৪০ এ ডিঊটি।

আজকের আল্লাহ্ হাফেজ।

RELATED POSTS

View all

view all