আমি খারাপ এইটা মেনে নিলাম। আমার মধ্যেও ভালবাসা ছিল । ধরে নিয়েছিলে খারাপ মানুষের ভালবাসা। তবুও তুমি একটা বার যোগাযোগ করো নি। আমার সকল কিছুই তো তুমি জানতে । তবুও তুমি আমাকে মনে করো।
আমি খারাপ ছেলে। তবুও তো আমার মাঝে তোমার জন্য তো ভালবাসা ছিল তাই না।
ভাল যদি নাই বাসতাম তাহলে কেন ঘুমের ওষুধ খেছিলাম বলতে পারো ? তোমাকে আমি কোন নামে আর ডাকবো না।
১৭ এপ্রিল তোমার সাথে আমার শেষ দেখা। আর কখনো দেখা হবে কি না জানি না । নিজে ভেঙ্গে পড়েছি । ২০২৫ এ এসেও নিজেকে দাড় করাতে পারিনি। আমার চোখে পানি ঝরেছে । আমার মন কেদেছে । এখনো কাদে কিন্তু। তবে নিজেকে একটু শক্ত করেছি।
হয়তো এই চোখের পানি তোমাকে বুঝতে সাহায্য করবে।
তুমি যখন ছিলে তখন আমার মধ্যে একটা আত্মবিশ্বাস কাজ করছিল। সেই সময় সকল কাজে আমার সফলতা ছিল।
আমি চেয়েছিলাম একটা জীবন। ভাল জীবন ।
তুমি কেন যোগাযোগ করো নি ? এই প্রশ্ন আজ আমার মাঝে ঘুরে ফিরে আসে। একটুকু ইচ্ছে হয়নি। প্রশ্ন থেকে গেলো।
RELATED POSTS
View all