মোতাহারুল কথা

ফিরে আশার সময় হয়েছে

August 28, 2023 | by motaharul

ফিরে আশার সময় হয়েছে আমার অনলাইন পেশায়। ২০১৭ সালের পর থেকে ২০২২ সাল পর্যন্ত আমার অনলাইন পেশার সাথে খাপ ছাড়া সম্পর্ক । এই বছর থেকে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টায় আছি। আমার প্রোফেশনাল ট্রেনিং সেইভাবে হয়নি। হয়নি বলবো না আমার সুযোগ আমি নষ্ট করেছি।

আমার ওয়েব কোডিং শুরু হয় রবিউল স্যারের কাছে, এরপর আলম ভাইয়ের রাজশাহী আইটি সেন্টার। পরবর্তীতে আমি Smartphonesbd.com কিনেছি আলম ভাইয়ের কাছে থেকে । গুগলের পেনাল্টি খেয়ে যাওয়ার পর আমি সাইটকে দাঁড় করতে পারি নাই ।

আমি এসইও জন্য আলিম ভাই এর কাছে যায় । কিন্তু সেখানে বেশিদিন যাওয়া হয়নি। এরপর শামিম ভাই এর কোর্স ইনরোল করি । সেখানে দেখি যখন আমি কোন সমস্যায় পড়ি।

এবার আবার শুরু করছি শিখতে। শিখার সাথে সাথে এবার কাজ করছি। ওয়ার্ডপ্রেস সাপোর্ট ইঞ্জিনিয়ারিং কোর্স শুরু করেছি। তবে নিজের অলসতার জন্য প্র্যাকটিস করা হচ্ছে না ।

সময় হয়তো এবার আমার ঘুরে দাঁড়ানোর। ইনশাআল্লাহ্‌

RELATED POSTS

View all

view all