প্রাণ আর এফ এল এর প্রথম কর্ম দিবস

২ আগষ্ট ২০২৫: আজ আমার জীবনের একটা অন্যতম দিন। আজ শুরু করলাম প্রাণ আর এফ এল এর বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল লিমিটেড ( পি এল সি) এর মেইনটেন্স ডিপার্টমেন্ট এ টেকনিশিয়ান ( শিক্ষানবিশ) হিসেবে।

শুরুটা হয়ে হয় ৪৪০ এর তার আন্ডারগ্রাউন্ড এ দেওয়া। আজ এসে আমাদেরকে জনে জনে ধরিয়ে দেয়।

৬ জনকে দুই টিমে ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল টিমে। ৩ জন ইলেকট্রিক্যাল টিমে আর ৩ জনকে মেকানিক্যাল টিমে।

শুরুতেই কথা গুলো এমন কোম্পানি কাজ চাই। পারিনা, পারবোনা এইগুলো কোম্পানি শুনবে না।

এখানে ছুটি কম্প্রোমাইজ করতে হবে। এখানে ছুটি কম।

আজ কোম্পানি এর সি ই ও আহসান স্যার এসেছিলেন। ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত এসেছিলেন।

উনারা হেলিকপ্টার এ এসেছিলেন। কিন্তু আমি তাদের দেখিনাই।

আজ ড্রিল করলাম কোম্পানির কিছু কাজ করলাম। সাব ষ্টেশন এ ছিলাম।

এখানে এসে কাজ করতে শুরু করে মনে হলে আজ আমি স্বার্থক।

আজ গল্প এই পর্যন্ত