আম বিক্রির সময় ডাহা মিছা কথা বলে বিক্রি করে। সেটা হলো “১০০% কেমিকেলমুক্ত আম” । অনেকেই লাস্ট কয়েক বছরে আম ব্যাপারী হয়েছে। আম বিক্রি অনেক আগে করেছি । এখন লাস্ট কয়েক বছর ধরে আর আম বিক্রি করি নি।
মিথ্যা কথা বলতে ভাল লাগে না। প্রতিটি গাছেই প্রায় বিষ প্রয়োগ করা হয় । না হলে গাছে পোকা ধরবে । অনেক অর্থ লোভী আম চাষি হরমোন জাতীয় কোন এক ধরনের কেমিক্যাল ব্যবহার করে । কিছু কিছু চাষি দেন না । এই রকম চাষি পাওয়া খুবই কষ্টের।
কেমিক্যাল মুক্ত বলতে আম পাকানোর জন্য এক ধরনের ওষধ ব্যবহার করা হয় । সেটা হয়তো এখন ব্যবহার করা লাগে না। কেননা সময় হয়েছে আম পাকার।
তাই আম দেখে কিনবেন।
অর্গানিক আম, কলা কিংবা অন্যান্য সবজি আপনারা খাবেন না ।
কেন খাবেন না জানেন?
যদি ছোট আম যায় । তখন বলবেন ছোট আম। আবার যদি দাগ থাকে, তাহলে বলবেন আমে দাগ কেন?
ঝকঝকে আম ফল খাইতে চান।
আপেল খাবেন কেমিক্যালে ডোবানো । কিন্তু আম যদি দাগ থেকে সেটা খাবেন না ।
আজ অনেক বড় বড় কোম্পানি কৃষি পন্য উৎপাদনের সাথে যুক্ত হয়েছে। তারাও আম বিক্রি করছে।
চাপাই নবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ , সাতক্ষীরা সহ আরো জেলাতে আম চাষ হচ্ছে। জেলা ভিত্তিক আম পাড়ার সময় বেধে দিয়েছে সরকার । আগে খবর রাখুন কোন জেলার কোন আম পাড়ার সময় । এরপর আম কিনুন ঐ জেলার আম ব্যাপারীর কাছে থেকে।
রাজশাহীর আম খাইতে চাইলে রাজশাহীতে চলে আসুন। বাস, ট্রেন কিংবা প্লেনে ।
ভ্রমন হবে , আম খাওয়া হবে।
এতক্ষণ পড়ার জন্য ধন্যবাদ । আমার প্রোফাইলে আবার আসবেন।
